ফ্রান্স প্রবাসী নজমুল হক কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) কতৃক সংবর্ধনা প্রদান



নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ( বাসক) এর ফ্রান্স  কার্যকারী পরিষদের সাধারণ সম্পাদক নজমুল হক বাংলাদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা  প্রদান করা হয়। 

৫ জুলাই শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সিলেট বিভাগীয়  অফিস  গার্ডেন টাওয়ার ৩য় তালায় সংবর্ধনা  অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।

 সভায়  শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা: জসিম উদ্দিন । 

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ; সিলেট বিভাগীয় চেয়ারম্যান জনাব সুহেল আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত ফ্যাসিবাদের হাতে  ১৮ কোটি মানুষ জিম্মি ছিল। স্বৈরাচার   

ফ্যাসিবাদরা দেশের প্রতি জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে চলছিল , এদেশে আর যেন মানবাধিকার লংঘন না হয় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, 

এই দেশে নির্বাচন দিয়ে মানুষের আত্মা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। 

বিশেষ অতিথি : জহির চৌধুরী, কেন্দ্রীয় সদস্য, মানবাধিকার সংস্থা( বাসক) 

বিশেষ অতিথি : ফয়জুর রহমান বেলাল সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগ 

বিশেষ অতিথি : এনামুল কবির চৌধুরী 'সহ- সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগ; সহ সভাপতি সিলেট জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি :মো: জিল্লু রহমান ; সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাসক সিলেট বিভাগ। 

বিশেষ অতিথি : আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ; সহ সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগ; সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল

বিশেষ অতিথি : শেখ আজিজুল হক( সুজা) সহ- সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগ। 

বিশেষ অতিথি : মনিরুল ইসলাম জুয়েল;সহ- সাংগঠনিক সিলেট জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি ঃ খোকন আহমদ, প্রচার সম্পাদক 

মানবাধিকার সংস্থা  (বাসক) 

বিশেষ অতিথি ঃ ছাইফ খাঁন , সদস্য মানবাধিকার সংস্থা  (বাসক) সিলেট বিভাগ এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাপগঞ্জ পৌর ছাত্রদল। 

 আলী আহমদ , সদস্য মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগ। 

সভাপতি করেন শিব্বির আহমেদ চৌধুরী ; সহ-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক )  সিলেট বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সবুজ আহমেদ অর্থ সম্পাদক  সিলেট বিভাগীয় প্রেসক্লাব।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; শাহান আহমেদ চৌধুরী নির্বাহী সম্পাদক টুডেসিলেট  টুয়েন্টিফোর ডটকম।  

অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাবিব আহমদ, যুবদল নেতা গোলাপগঞ্জ উপজেলায় আরিয়ান খান, ছাত্রদল নেতা  ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ,  এমাদ আহমদ, যুবদল নেতা গোলাপগঞ্জ উপজেলায় ইসলাম উদ্দিন সুমন ' সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল ছাতক থানা, আরজু মিয়া ক্রিয়া   সম্পাদক ছাতক থানা ছাত্রদল, সামসুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী  গোবিন্দগঞ্জ, এনাম উদ্দিন যুবদল  নেতা ছাতক, রেজাউল করিম সাবেক সাংগঠনিক সম্পাদক ছাতক থানা ছাতদল, এমদাদুল হক সদস্য সচিব প্রমুখ।

Post a Comment (0)
Previous Post Next Post