মানবিক সাংবাদিক বিজয় সাহা অসহায় পরিবারের পাশে দাড়ালেন এবং সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাড়ানোর আহবান










মৌলভীবাজার প্রতিনিধি - মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরের গ্রামের অসহায় দরিদ্র পরিবারের  সন্তান মোঃ

আব্দুল মিয়ার প্রাথমিক চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছেন বিজয় সাহা। 

বড়ভাই হিসাবে  মানবিক দায়িত্ব নিয়ে   নিজে সাথে থেকে চিকিৎসা করিয়েছেন।  আমাদের সমাজের মানবিক মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে  অনেক প্রভাবশালী, সম্ভ্রান্ত  ব্যক্তিরাই  আছেন,আপনাদের কাছে অনুরোধ রইলো,আপনারা এগিয়ে আসুন দানশীল ব্যক্তিসম্পূর্ণ ও মানবিক  ফেরিওয়ালা,

আপনাদের সহযোগিতার কারণে আব্দুল মিয়া সুস্থ সবল বেঁচে থাকতে চায়, অসহায় মায়ের পাশে দাড়ান।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। 

 

মাত্র ৩লক্ষ টাকা হলে বাঁচবে জীবন।


 টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না অসহায় আব্দুল। পিতার মৃত্যুর পর মাকে নিয়ে সরকারি বাঁধের পাশে বসবাস করছে। পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। এখন মা ও অসুস্থ দিন মজুরী, তাকে দেখাশুনা করার মতো আর কেউ নেই। অসহায় আব্দুল এর সাথে যোগাযোগ- মোঃ আব্দুল মিয়া, পিতা -মৃতঃ আপ্তাব মিয়া, মাতা: কলসুম বেগম, গ্রাম- রামচন্দ্রপুর,চৈত্রঘাট,কমলগঞ্জ, মৌলভীবাজার।  মুঠোফোন ও বিকাশ নাম্বার-০১৭৫১-০৭৪৭৯৮। তার বাড়িতে আসার লোকেশন - মৌলভীবাজার অথবা কমলগঞ্জ থেকে বাবুর বাজার দিয়ে আসলে ধলাই পুলে যাওয়ার আগে সাইনবোর্ড পাবেন। মৌলভীবাজার হয়ে কালেঙ্গা হয়ে আসলে ধলাই পুল পার হয়ে সাইনবোর্ড পাবেন।  সেখানে বায়তুস সালাম বিষ্ণুপুর জামে মসজিদ।  সাইনবোর্ড এর রাস্তা ধরে ৫ বাড়ি আসার পর সরকারি বাঁধের পাশে মাটির দেয়ালের ঘর।


সাংবাদিক বিজয় সাহা সংক্ষিপ্ত পরিচয় :বিজয় সাহা 

দৈনিক একুশে সংবাদ 

মৌলভীবাজপ্রতিনিধি

 স্টাফ রিপোটার ঃ ডেইলি স্কয়ার সিলেট। 

সদস্য: সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার অনলাইল প্রেসক্লাব,

 সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি,মৌলভীবাজার জেলা কমিটি।

Post a Comment (0)
Previous Post Next Post