সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 






 সিলেট প্রতিনিধি  ঃ সিলেট,সোমবার (১৫ সেপ্টেম্বর)  আগামী ১ অক্টোবর  বুধবার আন্তর্জাতিক প্রবিন দিবস উদযাপন উপলক্ষে আজ সিলেট  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


 সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার।



          উক্ত  প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর সকাল এগারোটায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরের বন্দর বাজার প্রদক্ষিণ করে করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

         

      

           উল্লেখ্য যে, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।

Post a Comment (0)
Previous Post Next Post