সিলেটের বহুল প্রচারিত "দৈনিক শ্যামল সিলেট পত্রিকার"বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ'র মৃত্যুতে সিলেট সাংবাদিক ইউনিয়নের শোক

 





দৈনিক শ্যামল সিলেট'র বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ আজ সোমবার ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে চলে গেছেন। 


খোঁজ নিয়ে জানা যায়, মৃত্যুর আগে  কিছুদিন যাবত সিলেটের  সিনিয়র সাংবাদিক আবুল মোহাম্মদ'র শরীরের অবস্থা ভালো যাচ্ছিলোনা হৃদরোগে ভুগছিলেন। 


সোমবার সকাল১১ টার দিকে তিনি মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন তাঁর পরিবারের এক সদস্য।


এদিকে,সিলেট  সাংবাদিক ইউনিয়নেরর নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদ'র মৃত্যুতে  শোক জানিয়েছেন।


সিলেট সাংবাদিক ইউনিয়নের  সভাপতি নজরুল ইসলাম সিপার সাধারণ সম্পাদক বিপ্লব পাল এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক আবুল মোহাম্মদ'র অকালে মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


শোক বিবৃতিতে সিলেট সাংবাদিক ইউনিয়নের এর  নেতৃবৃন্দরা  বলেন, আবুল মোহাম্মদ ছিলেন একজন স্বজ্জন ব্যক্তিত্ব ও সৎ নির্ভীক সাংবাদিক। 

আবুল মোহাম্মদের অকাল মৃত্যু কখনও  পূরণ হওয়ার নয়।


তিনি সব সময় সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 

সামাজিক এক মানুষ আবুল মোহাম্মদকে হারালো তার পাড়া-প্রতিবেশী আর আমরা  হারালাম এক পরোপকারী, অত্যন্ত  প্রিয় কলমযোদ্ধাকে।

সিলেট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিক আবুল মোহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক,সমবেদনা জ্ঞাপন করেন।

Post a Comment (0)
Previous Post Next Post