" রক্তের সন্ধানে মানবতার কল্যাণে স্লোগান ধারণ করে পথচলা" মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ (২৫ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী।
হাফিজ মাজহারুল ইসলাম মুর্শেদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহমেদ জুনেদের না-এ-রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্ঠান শুরু করেন শুভেচ্ছা বক্তব্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক
আর এ উরুফী রায়হান আহমেদ।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ নিশাদ।
সংগঠনের অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম শাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স'লিপক), মানবসেবা সামাজিক সংগঠন মৌলভীবাজারের সভাপতি আহসান আক্তার দোলন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, নিঃস্বার্থ মানবিক রক্তদান সোসাইটি কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রীপুরবাজার যুব রক্তদান ও সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ সুজেল, মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইমরান আহমেদ, উপদেষ্টা ইমাজ উদ্দিন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এফ.জে. ফয়ছল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধান, নির্দেশনা ও পরিচালনায় এসময় প্রবাসে অবস্থানরত মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি এ.এইচ. আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন।মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর দায়িত্বশীলরা সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক টি-শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক
আর এ উরুফী রায়হান আহমেদ
এতে তিনি সকল সদস্য দায়িত্বশীল শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন
এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন
এ সংগঠন এতদূর এগিয়ে আসতো না যদি আপনারা আমাদের পাশে না থাকতেন
আপনাদের ভালোবাসাই আজকে আমরা এত দূরে এসে পৌঁছেছি আমরা
উনি আরো বলেন আজকের এই সফলতা আজকের এই অর্জন শুধুমাত্র আমাদের সংগঠনের সকল দায়িত্বশীল এবং ওনাদের কারণেই।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ, যা সমাজে ঐক্য ও সহমর্মিতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের অংশগ্রহণই একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
