নিজস্ব প্রতিবেদক ঃ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ঃ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং সহকারী কমিশনার ভুমি( শ্রীমঙ্গল) মোঃ মহিবুল্লাহ আকনের যৌথ নেতৃত্বে র্যাব- ৯ এবং সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিকদল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নে হামিদপুর ওয়ার্ডস্থ জৈনেক ভুট্টো মিয়ার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে।
ভুট্টো মিয়ার বসতঘরের উঠানে ১,৬৮০(এক হাজার ছয়শত আশি)কেজি নকল চা-পাতা জব্দ করে।
নকল চা-পাতা প্রক্রিয়াজাত করার অভিযোগে ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার হামিদুর গ্রামের ভুট্টো মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮)-কে আটক করা হয়।
এবং অভিযুক্তকে নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরবর্তীতে জব্দকৃত উক্ত নকল চা-পাতা পাশ্ববর্তী খালে ফেলে ধ্বংস করা হয়।
