নিজস্ব প্রতিবেদক (২৪ ডিসেম্বর) বুধবার :- সিলেট বিভাগীয় উন্নয়ন কমিটির সভা সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷
সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের সকলকে নিজেদের জায়গায় পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন না হয়ে অন্যকে বদলানোর চেষ্টা হবে বৃথা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের কার্যালয়ের মাসিক অগ্রগতির চিত্র তুলে ধরেন৷ এসময় বিভাগীয় কমিশনার কৃষি জমিতে সার প্রয়োগে কৃষকদের সচেতন করা, সেচ প্রকল্পের চলমান কার্যক্রম ত্বরান্বিত করা, ক্ষুদ্র খামারী ও দেশীয় জাতের গরুর জন্য পরিকল্পিত ব্রিডিং কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা, শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা, পাসপোর্ট অফিসের আশপাশ দালালমুক্ত করতে অভিযান পরিচালনা, মডেল মসজিদে বিদ্যুৎ ব্যবহারে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আয়োতায় ১ লা জানুয়ারি বই বিতরণ, ২৫ ডিসেম্বর বড় দিন।
এবং আগামী ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী ও নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণসহ গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
এসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে অহেতুক গাছপালা কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বিভাগীয় কমিশনার নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
