ডেক্স রিপোর্ট ঃ আজ ১৩ আগস্ট শুভ উদ্বোধন হলো Road to Bar এর দ্বিতীয় শাখার। Glorious Sylhet এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নতুন অধ্যায় শুরু করলো Road to Bar। অনলাইন ক্লাসের পাশাপাশি সিলেট কোর্ট পয়েন্টস্থ সুরমা টাওয়ারের চতুর্থ তলায় (কক্ষ নম্বর ৩০৪ ও ৩০৭) সূচি মোতাবেক অফলাইন ক্লাস পরিচালিত হবে। ২০২৫ সালের বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের কারণে শিক্ষার্থীদের আগ্রহের ফলে Road to Bar- এর সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে আম্বরখানার জালালাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির প্রথম শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালক প্রফেসর আবুল হাসানাত ইবনে আবেদীন (আবেদীন স্যার) ও নতুন-পুরাতন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আলাপচারিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় তাদের সাফল্যের মূলে ছিল Road to Bar এবং আবেদীন স্যারের আন্তরিক প্রচেষ্টা। কেবল অধ্যাপক বা আইনজীবী হিসেবে নন, তিনি একজন মেন্টর হিসেবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। ক্লাস শেষেও স্যারের সাথে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ আমাদের সাফল্যের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে। উপস্থিত শিক্ষার্থীগণ Road to Bar এবং আবেদীন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
(Final edition.)