ডেইলি স্কয়ার সিলেট ডেক্স রিপোর্ট ঃ সিলেটের জৈন্তাপুর ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১০ অক্টোবর শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ই অক্টোবর) দুপুর ২টায় জৈন্তাপুর দরবস্ত বাজারে এক মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৪ আসনের সাবেক সাংসদ প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম।৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,ইউপি সদস্য মুসলিম আলীর পরিচালনায়
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ ও মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।শত শত মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এডভোকেট জেবুন নাহার সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল নেতা নুরুল হক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।