স্টাফ রিপোর্টারঃ(৮অক্টোবর ২০২৫)বুধবার : সিলেটের জৈন্তাপুরের ১নং নিজপাট ইউনিয়ন প্রাঙ্গণে সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এড জেবুন নাহার সেলিম প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত বিএনপি নেতা বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন দিলদার হোসেন সেলিম এই জনপদের মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দিলদার হোসেন সেলিমের অসামপ্ত কাজ করার জন্য এবং সিলেট -৪ আসনের বঞ্চিত মানুষের পক্ষে কতা বলার জন্য তিনি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে সিলেট -৪ আসনের মানুষের পক্ষে কথা বলতে চান এবং মানুষের জীবনের মান উন্নয়ন করতে চান।
এড জেবুন নাহার সেলিম আরও বলেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, সদস্য দুলাল আহমেদ। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, ৩ নং চারিকাঠা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমেদ, ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, সাধারণ সম্পাদক মুসলিম আলি বক্তব্য রাখেন।
যুবদলের পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, নাজমুল হক ইয়াজুল বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন অর রশিদ সরকার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন,জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক রহমত মারুফ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েস আহমেদ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হোসেন শান্ত, তৈয়ব আলি কারিগরি কলেজ ছাত্রদলের সভাপতি আলিম উদ্দিন, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
এ সময় মত বিনিময় সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভা শেষে প্রধান অতিথি নেতৃবৃন্দের নিয়ে জৈন্তাপুর উপজেলা সদর ও পূর্ব বাজার এলাকায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ করেন।