বৈষম্য বিরোধী মামলায় গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে






প্রকাশকাল :১৭ জুলাই ২০২৫ 




 সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় থানা  আওয়ামী লীগের  ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক। 

জেল হাজতে প্রেরণকৃত আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। 


 গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগের নেতা হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,  সাবেক ছাত্রনেতা ও ফুলবাড়ী গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে আলী আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের সক্রিয় নেতা ফজলুর রহমান  উপজেলা আওয়ামী লীগ নেতা ও দাড়িপাতন গ্রামের মৃত নুর মিয়ার ছেলে জাহাঙ্গীর আহমদ এবং  উপজেলা আওয়ামী লীগ নেতা রণকেলী নুরুপাড়া গ্রামের আজিব আলীর ছেলে সাদেক আহমেদ।

Post a Comment (0)
Previous Post Next Post