সিলেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কতৃক গৃহীত জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত।



প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫


সিলেট প্রতিনিধি  (১৮ জুলাই):শুক্রবার 


আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটি এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত   চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের বিষয় গুলো বেশিকরে চলচ্চিত্রে তোলে ধরার আহবান জানান। তিনি আরও বলেন -দেশে ভবিষ্যতে যাতে আবারও ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরিস্থিতির উদ্ভব না হয়। সেজন্য চলচিত্রের ইতিবাচক ভূমিকা প্রয়োজন এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সমুহ চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি জুলাই গনঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং চেতনা নিয়ে বেশি করে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গৃহীত কর্মসূচির আওতায় সিলেটে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মো: সাকিব মিয়া এবং সাধারণ সম্পাদক মো: হামিম চৌধুরী বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, তরুণ নির্মাতাদেরকে চলচ্চিত্রের জানালা দিয়ে আগামির বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা করে জাতীয় চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তারুণ প্রজন্মসহ মানুষের ভাষা বুঝে চলচ্চিত্র নির্মাণ করলে গণমানুষের সাথে চলচ্চিত্রের যোগসূত্র তৈরি হবে। চলচ্চিত্রের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে তরুণ নির্মাতাদের সম্ভাব্য সকল পৃষ্ঠপোষকতা করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। 

মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ডকুফ্লিম ‘শ্রাবণ বিদ্রোহ’ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক নির্মিত ‘দ্য মুনসুন রেভুলুশন’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Post a Comment (0)
Previous Post Next Post