শিক্ষার্থীদের মাঝে People for people uk এর শিক্ষা সহায়িকা সামগ্রী বিতরণ

 





হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ PEOPLE FOR PEOPLE- Hampshire and Isle Wight UK বাঙালি কমিউনিটি কর্তৃক দরিদ্র ১৯০ শিক্ষার্থীদের মাধ্যে শিক্ষা সহায়িকা সামগ্রী বিতরণ করেন সংগঠনের সেচ্ছাসেবকগন।



শিক্ষা সহায়িকা সামগ্রী প্রদান অনুষ্ঠান বুধবার (২৩/০৭/২৫) ১১ ঘটিকার সময় উদ্দীপন একাডেমি শিবগঞ্জ সিলেটের হলরুমে অনুষ্ঠিত হয়।


উদ্দীপন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবু তাহের-এর সভাপতিত্বে ও People for People এর সেচ্ছাসেবক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজ সেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহেদারা বেগম।


উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, People for People এর সেচ্ছাসেবক কবি ও সাহিত্যিক ডা. হাফিজুল ইসলাম লস্কর। শিক্ষা সহায়িকা প্রদান অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন, উদ্দীপন একাডেমি, শিবগঞ্জ এর ৬'ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছাব্বির আহমদ।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, People for People এর সেচ্ছাসেবক ডা. মিনহা ছাদিক মান্না, মারজানা বেগম, উদ্দীপন একাডেমির শিক্ষক- আনোয়ার হোসেন লিটন, মহসিন আহমদ, আঞ্জুমান আরা, জমিরুল হক, সৈয়দ নাছিম আহমদ, রাসেল আহমদ, ফাহিমুর রহমান ফাহাদ, আলীম উদ্দীন, কাউছার আলম প্রমুখ।


Post a Comment (0)
Previous Post Next Post