ডেক্স রিপোর্ট : শুক্রবার (আগস্ট-৮) অনুমান দুপুর ২ঘটিকার দিকে র্যাব-৯ সদর কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কুচাই জামে মসজিদের সম্মুখের পাকা রাস্তা থেকে মানব পাচার মামলার পলাতক আসামি আজহারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি আজহার আহমদ দক্ষিণ সুরমা থানাধীন কুচাই পশ্চিমপাড়া গ্রামের জুনেদ আহমদের ছেলে।
সিলেট এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন কুচাই এলাকা থেকে মানব পাচার মামলার পলাতক আসামি আজহার আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে,এম, শহিদুল ইসলাম সোহাগ।
মামলার সুত্রমতে ২০২৩ সালে পর্তুগালে রেষ্টুরেন্টে শ্রমিক প্রয়োজন দেখিয়ে ওই দেশে চাকুরিতে নেয়ার প্রলোভন দেখিয়ে মামলার আসামি তামিম আহমদ ১৮ জন ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট ও নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা নেন।
পরবর্তীতে ওই ১৮ জনকে পর্তুগাল পৌছানোর কথা বলে ভিসা প্রসেসিংয়ের জন্য ২০২৪ সালে ভারতের দিল্লীতে নিয়ে যান।
সেখানে হোটেলে বেশ কিছু দিন রেখে ভিসার কার্যক্রম শেষে দেশে নিয়ে আসা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ২০ মার্চ ১৮ জন পর্তুগাল যাত্রীর মধ্যে কয়েকজন যাত্রী পর্তুগালে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গেলে বিমান বন্দর ইমিগ্রেফশন কর্তৃপক্ষ ঐ যাত্রীদেরকে পর্তুগালের জাল ভিসার অভিযোগে আটক করেন।
অতঃপর তারা বুজতে পারেন ১৮ যাত্রীদের পর্তুগালে ভিসা জাল করা হয়েছে।
এ ব্যপারে সিলেট এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় মানব পাচার আইনে মামলা নং-১৭ দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামি দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭ এর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের পলাতক আসামি।
উক্ত মামলার ২নং পলাতক আসামি আজহারকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।