সিলেট জেলা ডিবি পুলিশের অভিযানে ৩৫০০ পিস ই^য়া^বা ট্যাবলেট সহ গ্রেফতার -২

 



ডেক্সরিপোর্ট : গত ৭ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল অনুমান ০৫,৩০ মিনিটের সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর জোন)এর একটি আভিযানিক টীম গোয়াইনঘাট থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে একই থানাধীন সালুটিকরস্থ কোম্পানিগঞ্জ - টু - সিলেট মহাসড়কের সালুটিকর ব্রিজে উঠার মুখে বাম পাশে লোকমান  এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ  কোম্পানিগঞ্জ থানার সুন্দউড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসামি আব্দুল্লাহ আল মামুন (২৫)  অপর আসামি গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের  রেজাউল হক দ্বয়কে গ্রেফতার করা হয়।

Post a Comment (0)
Previous Post Next Post