ডেইলি স্কয়ার সিলেট রিপোর্ট :- সিলেটের শত বছরের সাংবাদিকতার ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান ‘সিলেট প্রেসক্লাব- এর নবনির্বাচিত সভাপতি পদে সাবেক ৬ বারের সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক পদে ২ বারের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (৩ জানুয়ারি) এক শুভেচ্ছাবার্তায় তিনি সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ফয়ছল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান এবং নির্বাহী সদস্য শেখ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপারকে অভিনন্দন জানান।
তিনি বলেন, নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে সিলেটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে। নবনির্বাচিত নেতৃবৃন্দের সাহসী নেতৃত্ব সাংবাদিকদের ঐক্যকে সুসংহত করার পাশি তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার প্রত্যাশা রইলো। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিকগন অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
