বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ঃ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া, প্রকৃত মানুষ হতে হলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে চরিত্র গঠনের প্রাথমিক পাঠ শুরু করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা থেকে। এখান থেকে শুরু করলে প্রকৃত মানুষ হওয়া যাবে। যার লক্ষ্য স্থির, সে জীবনে বড় মানুষ হয় এমন বক্তব্য রাখেন বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস ইউকে পরিচালিত হাজি তেরা মিয়া ৪র্থ প্রাথমিক শিক্ষা বৃত্তি ২০২৫ ইং বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি।
শনিবার ৩ জানুয়ারি বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জ পয়েন্টে অবস্থিত হযরত আরব শাহ রহঃ একাডেমি হল রুমে আয়োজিত সাকিব ট্রাস্টের বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম তাঁর বক্তব্যে আরো বলেন, শিক্ষাবৃত্তি অর্জন এটি কোমলমতি শিক্ষার্থীদের লক্ষ্যপথে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। ছাত্র ছাত্রীদের মেধা মননে মানুষ হওয়ার পথে সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ভালো সমাজ নির্মাণে পড়ালেখায় উৎসাহ যোগিয়ে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট সমাজে যে উদাহরণ তৈরি করছে এই ধারা অব্যাহত রাখতে ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্য শেষে ২০১৪ সাল থেকে সমাজ সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ এবং ভাইস চেয়ারম্যান কুলছুমা আহমেদ এর অর্থায়নে ৪র্থ বারের মত প্রাইমারি সমাপনী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, স্কুল ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া'র সঞ্চালনায় সাকিব ট্রাস্টের অর্থ সম্পাদক আল মামুন এর সভাপতিত্বে ৪র্থ শিক্ষা বৃত্তি বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার, তাফসিরে উম্মুল কুরআনের লেখক, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন শিক্ষাবিদ তৌফিক চৌধুরী, সিলেট সদর উপজেলা পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রোকসানা বেগম, খাজাঞ্চি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফুলমালা বেগম, বিশ্বনাথ উপজেলা বিজেপির আহবায়ক এস এম রফিক আহমদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , আরব শাহ (রহঃ) একাডেমির প্রধান শিক্ষিক কারী ফেরদৌসুর রহমান, সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত নাটকের বিশিষ্ট নাট্যকার ইয়াসিন আহমদ কবির (ফুরুত আলী), ট্রাস্টি সিরাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য এস এ সাজু, ক্রীড়া সংগঠক ছমরু মিয়া, ট্রাস্টী সদস্য লাহিন নাহিয়ান, আবুল বশর, ছাত্র ছাত্রীদের অভিভাবক ও অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
তানভীর আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য সালমান আহমদ।
