ডেক্স রিপোর্ট ঃ সোমবার ১৮ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোঃসারোয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিসট্রেট হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে মোঃ সারোয়ার আলমের শিক্ষা জীবন শুরু হয়।
১৯৯৩ সালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করে ভর্তি হন কিশোরগঞ্জ গুরোদয়াল সরকারি কলেজে।
১৯৯৫ সালে এইচএসসি প্রথম বিভাগ অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন।
২০০৫ সালে প্রথমশ্রেণিতে স্নাতকোত্তর পাশ করেন।
২০০৮ সালে ২৭ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে মোঃ সারোয়ার আলম যোগ দেন প্রশাসনে।
উল্লেখ্য র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট হিসেবে প্রায় তিন শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রসংসিত হয়েছিলেন।
