ডেক্সরিপোর্ট ঃ সিলেট,(১৯ আগস্ট):মঙ্গলবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী গত২৪ ঘন্টায় সিলেটে আরও
২ জন ডেঙ্গুরোগীকে শনাক্ত করা হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আট(৮) জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বিগত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট - ৮৯ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।
যাদের মধ্যে সিলেট জেলার -২৪ জন,
মৌলভীবাজার জেলার -১৬ জন,
হবিগঞ্জ জেলার - ৪০ জন এবং সুনামগঞ্জ জেলার -৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
উল্লেখ্য বিগত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন প্রাণহানী হয় নি।