নিজস্বপ্রতিবেদক : ২৯ সেপ্টেম্বর সোমবার আজ জেলা প্রশাসক মো সারোয়ার আলম সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার, মেডিকেল টেকনোলজিষ্ট পরিছন্নতা কর্মীদের সাথে কথা বলেন এবং নিরাপত্তার জন্য আনসার নিয়োগের ব্যাপারে আশ্বাস প্রদান করেন
এছাড়াও পুরাতন ভবন সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য জনবল সংকটের মধ্যে স্বাস্থ্যসেবার মান দেখে তিনিসন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাপগঞ্জ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন