ডেইলি স্কয়ার সিলেট রিপোর্টঃ আজ ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর ৩৬ নং ওয়ার্ড বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ পয়েন্টে, আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার আয়োজনে এলাকার ৪ শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সহ'সভাপতি, সাংবাদিক- মোঃ মোহন আহমদ এর সঞ্চালনায় সংস্থার সভাপতি হেলু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব শেখ গয়াছ উদ্দিন। বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ট্রাস্ট ওয়ার্চ অব বাংলাদেশ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, উপদেষ্টা তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর চৌধুরী মাসুম, সহ-সভাপতি মোঃ শহীদ আহমদ ,সহ সভাপতি সাহাবুদ্দিন সাবু,
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু আহমদ, কোষাধ্যক্ষ শাহেদুর রহমান শাহেদ, সহ সাংগঠনিক রিয়াজ উদ্দিন, মোঃ কামাল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন : আল ইসলাহ্ একতা কল্যণ সংস্থা একটি অলাভজনক অরাজনৈতিকমূলক মানবসেবামূলক সংস্থা।
সংস্থার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক সাবেক ৫ নং টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম শেখ মনির উদ্দিন এর পুত্র শেখ শফিক উদ্দিন।
নিজ অর্থায়নে ও পরিবারবর্গের সহযোগিতায় সংস্থার সকল সদস্যদের অর্থনৈতিক ও সার্বিক সহযোগিতায় চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ,
আল- ইসলাহ্ একতা কল্যাণ সংস্থা অসহায় মেহনতি মানুষের কল্যাণে ও সমাজের অসঙ্গতি নারী শিশু নির্যাতন প্রতিরোধের শিশু কিশোর গ্যাং এবং মাদক সন্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যেনিঃস্বার্থভাবে নিরলস কাজ করে যাচ্ছে, এই সংস্থার মাধ্যমে নিম্নশ্রেণী পেশার মানুষ উপকার পাচ্ছে, দলমত নির্বিশেষে এই সংস্থার কার্যক্রম আরও সক্রিয় ভুমিকা পালন করার লক্ষে সবাই স্বুপরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে পাশে থাকার আহ্বান জানান বক্তারা।
