ডেক্স রিপোর্ট ঃ ৯জানুয়ারী(শুক্রবার) ( এসএমপি)'র' শাহপরান (রহ:) থানাধীন শীবগঞ্জ আকবরি জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পুর্বে (এসএমপি)পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম সেবা) উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, পুলিশি সেবাকে আরও সহজলভ্য করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং একটি সুন্দর ও নিরাপদ নগরী গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইল অ্যাপ GenieA App, এসএমপি কন্ট্রোল রুম এবং কল সেন্টার চালু করা। তিনি বলেন, নগদ অর্থ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময় কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে GenieA App-এর মাধ্যমে সহায়তা চাইলে পুলিশ দ্রুত সহায়তায় এগিয়ে আসবে। সামনে আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতনভাবে গণভোট দিতে হবে।
