উপজেলা প্রতিনিধিঃ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মরহুম হীরা মিয়ার পুত্র।
সোমবার (আগস্ট-৪) গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট নগরী থেকে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
পুলিশের বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে হত্যা ও অস্ত্র মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মনিরুজ্জামান মোল্যা। তিনি আরও বলেন বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।